‘আদিম মানুষ’ ও ‘ভয়ানক সার্ভে’
আদিম মানুষ
এক যে ছিল আদিম মানুষ, সালটা গেছি ভুলে,
ইয়াব্বড়ো গোঁফ, দাড়ি আর জট-পড়া তার চুলে,
গুহার থেকে বেরিয়ে সেদিন পাথর হাতে হেঁটে
খুঁজছিল সে শিকার কোথায়, খিদের জ্বালা পেটে।
হঠাৎ পায়ে ঠেকল কী তার? মুখটা করে নীচু,
দেখল পড়ে রংচঙে খুব, গোল্লামতো কিছু।
খাবার ভেবে যে মুখে দেয়, বাপ রে, সে কী শক্ত!
রাগল ভীষণ আদিম মানুষ, গরম হল রক্ত।
মারল হাতের পাথর সোজা, মারল তাতে কিলও
জানল [আরো পড়ুন]
Read More
জলের মতো সহজ লিমেরিক
(১)
ডক্টর রায় খোঁজ চালিয়ে আকাশগঙ্গা জুড়ে,
নতুন গ্রহ পেলেন খুঁজে আলোকবর্ষ দূরে।
কিন্তু আরও রিসার্চ করে,
দেখেন গ্রহ গ্যাসেই ভরে,
জল নেই, তাই হতাশাতে চশমা ফেলেন ছুড়ে।
(২)
মহাকাশে ঘুরতে ঘুরতে ফাইটার স্পেসবোটে—
আলফা গ্রহের সৈন্যরা সব পৃথিবীতেই জোটে,
যদিও দ্যাখে নীল রং তার,
সেনাপতির মুখ হয় ভার,
বলেন রেগে, “জল থাকলে প্রাণ থাকে না মোটে।”
Read More
