Friday, January 17, 2025

জন্ম মুহূর্ত

কল্পবিশ্বের প্রথম সংখ্যার সব প্রস্তুতি যখন সারা, তখন আচমকাই প্ল্যান করা হল এর উদ্বোধন করবেন বর্ষীয়ান সাহিত্যিক অদ্রীশ বর্ধন। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকার সম্পাদক তার আঙুল ছুঁয়ে কল্পবিশ্বের সূচনা করবেন। যেমন ভাবা তেমন কাজ। আমরা গিয়ে হাজির হলাম তাঁর বাড়ি। ৮৪ বছরের যুবক আমাদের আবদার মেটালেন হাসিমুখে। অনেক শুভ কামনা জানালেন কল্পবিশ্বকে। সেই সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিয়ো রইল আপনাদের জন্যে। কল্পবিশ্বের সবার কাছে সেদিনের স্মৃতি কোনওদিনই ভুলবার নয়।

 

error: Content is protected !!
Verified by MonsterInsights