শারদীয়া সংখ্যা ২০১৭
লেখক:
শিল্পী:
একটু দেরী হলেও রাত চারটের সময় লাইভ হল এই সুবিশাল সংখ্যা। এই সংখ্যাটি যার অমানুষিক পরিশ্রম ছাড়া বের করা সম্ভব হত না সে হল সন্তু বাগ। এছাড়াও ধন্যবাদ জানাবো সেই লেখকদের যারা ৫টি উপন্যাস, ৯টি বড় গল্প, ২৬ টি গল্প, ৫টি কবিতা, ৫ টি কমিকস এবং অনুগল্প ও প্রবন্ধ লিখে এই সংখ্যাটিকে সার্থক পূজাসংখ্যার রূপ দিয়েছেন। কল্পবিশ্ব টীম ছাড়াও অনেক সাহায্য করেছেন আমাদের সবার প্রিয় শিল্পীদি আর ছোট্ট ভাই সূর্যোদয়। অসামান্য প্রচ্ছদ এঁকে সবার মন ভরিয়ে দিয়েছেন কৌশিকদা। এছাড়াও দেবু, সুপ্রিয়, প্রতিমবাবু ও বাকি অলংকরণ শিল্পীরা আমাদের আবদার মেনে খুব কম সময়ের মধ্যে গল্পের ছবি এঁকে দিয়েছেন, তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার।
তবে আর কী, শুরু করে দিন সপ্তমীর সকালে গরম গরম কল্পবিশ্ব পড়া। জানান কী ভালো লাগলো আর কী খারাপ।
কল্পবিশ্ব টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
https://kalpabiswa.in/issue/issue7/