প্রথম বর্ষ চতুর্থ সংখ্যা
লেখক:
শিল্পী:
হেমন্তের বাতাসে ভেসে আসা হাল্কা ঠাণ্ডা আমেজের সাথে উপভোগ করার জন্য বাংলা সাহিত্যের পাঠকবৃন্দকে আমাদের উপহার কল্পবিশ্ব চতুর্থ সংখ্যা। এই সংখ্যায় আমরা বাংলার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি বিশ্ব হরর ও ফ্যান্টাসি সাহিত্যের মহালেখক এইচ পি লাভক্রাফটের সঙ্গে। এই সংখ্যায় রয়েছে লাভক্রাফটের জীবন ও কাজ নিয়ে প্রচ্ছদ কাহিনী, ওনার বিখ্যাত কিছু গল্পের বাংলা অনুবাদ ও আরো অনেক কিছু। এ ছাড়াও রয়েছে বাংলার কিংবদন্তী সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সাথে কল্পবিশ্বের একান্ত আলাপচারিতা। রয়েছে কল্পবিজ্ঞান গ্রুপের ইভেন্ট থেকে পাওয়া একগুচ্ছ লেখা। সাথে বরাবরের মত ফিচার, প্রবন্ধ, রিভিউ, কুইজ ইত্যাদি বিভাগ। তাই আর দেরী না করে পড়ে ফেলুন কল্পবিশ্ব চতুর্থ সংখ্যা। www.kalpabiswa.in ওয়াবসাইটে। লেখা পড়ে কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু।