দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা
লেখক:
শিল্পী:
এসে গেল, কল্পবিশ্ব পঞ্চম সংখ্যা (দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা)।
এবারে এই জনপ্রিয় ওয়েবম্যাগের থিম – জাপানী কল্পবিজ্ঞান।
আমরা টিভিতে ফ্লাইং রোবট, গডজিলা দেখে আর মাঙ্গা কমিকস পড়ে বড় হওয়া জেনারেশন জাপানী কল্পবিজ্ঞান সাহিত্যের সাথে ভীষণ রকম ভাবে কম পরিচিত। আসলে ইংরিজি সাহিত্যের কল্যানে পশ্চিম থেকে পুবে তাকাতে আমরা সেই কবেই ভুলে গেছি। তাই উদীয়মান সূর্যের দেশের সেই আপাত অজানা জঁর কে পাঠকের কাছে তুলে ধরার এক অনন্যসাধারন গবেষনাধর্মী প্রচেষ্টা – কল্পবিশ্ব টিমের।
আপনাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক বলে মনে হবে। জাপানী সাহিত্যের অনুবাদ ছাড়াও থাকছে একগুচ্ছ ফ্যান্টাসী গল্প এবং অন্যান্য নিয়মিত বিভাগ।
তাহলে আর কি? পড়া শুরু করা যাক?
https://kalpabiswa.in/issue/issue5/