কল্পবিশ্বের ইবুক (ইপাব) ভার্শানের লঞ্চ গুগল প্লে বুকে
লেখক:
শিল্পী:
“Come gather ’round people
 Wherever you roam
 And admit that the waters
 Around you have grown
 And accept it that soon
 You’ll be drenched to the bone.
 If your time to you
 Is worth savin’
 Then you better start swimmin’
 Or you’ll sink like a stone
 For the times they are a-changin'”
 সময় বদলাচ্ছে, এক যুগান্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। যারা সময়ের চাহিদাকে মেনে নিয়ে সাঁতার শিখবে না, ডুবে যাবে কালের স্রোতে। আড়াই বছর আগে কল্পবিশ্ব নিয়ে এসেছিল বাংলার প্রথম কল্পবিজ্ঞান ফ্যান্টাসি ইজিন। ইন্টারনেটে সম্পূর্ণ ফ্রিতে পরিণত মনস্কদের কল্পবিজ্ঞানের প্ত্রিকা। এরপর একে একে ৮ টি সংখ্যা বিপুল সমাদর পেয়েছে পাঠকদের। চাহিদা মেনে বেরিয়েছে ২ টি বার্ষিক প্রিন্টেড সংকলন। কাজ চলছে আরো কিছু বই এর। তৈরি হয়েছে নিজস্ব পাঠক গোষ্ঠী। কিন্তু এখানেই শেষ নয়, সামনের দিকে আরো একধাপ এগিয়ে গেল কল্পবিশ্ব। লঞ্চ হল গুগল প্লেস্টোরে কল্পবিশ্বের প্রথম ইবুক ভার্শান – কল্পবিশ্ব শারদীয়া ১৪২৪। যেখানে সারা পৃথিবীর চাহিদা যেভাবে প্রিন্টেড বই এর সাথে সাথে ইবুকের দিকে সরে যাচ্ছে সেখানে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে প্রায় ৬০০ পাতার একটি ইবুক প্রকাশ করে দেখিয়ে দিলাম টেকনোলজিটা খুবই সহজ এবং সস্তা। যারা শারদীয়া সংখ্যার ইবুক চাইছিলেন তাদের জন্যে রইল নিচের লিংক।
 এরপর থেকে কল্পবিশ্বের সমস্ত সংকলনই ইবুক হিসেবেও লঞ্চ হবে। তবে কল্পবিশ্ব সাইট চিরকালই থাকবে ফ্রি। ইবুকের জন্যে বিশেষ ধন্যবাদ জানাই সন্তু ও সন্দীপনকে। চলুন গলা মেলাই বব ডিলানের চিরনূতন গানের সাথে – টাইমস দে আর অ্যা চেঞ্জিং!
 https://kalpabiswa.in/buy-google-play-epub-format/

