Wednesday, January 22, 2025
গল্প

শ্রমিক ধাবা

9 thoughts on “শ্রমিক ধাবা

  • খুব সুন্দর লেখা। চাওয়া-পাওয়া, বিশ্বাস-অবিশ্বাস, ক্রূর বাস্তব আর কল্পনা— সব মিশে গেছে এতে।

    Reply
    • Sourav Ghosh

      ধন্যবাদ ঋজু বাবু। আপনার ভালোলাগা প্রাপ্তি। প্রণাম ও ভালোবাসা নেবেন ।

      Reply
      • সুদীপ দেব

        সাম্প্রতিককালে পড়া গল্পের মধ্যে অন্যতম সেরা গল্প আমার মতে এটাই। কলম অক্ষয় হোক।

        Reply
  • গৌতম মন্ডল

    গতিময়, ঝরঝরে। দারুন হয়েছে সৌরভ বাবু। এমন গল্প আরও আসুক।

    Reply
  • Sourav Ghosh

    অনেক ধন্যবাদ গৌতম বাবু। আপনাদের ক্রমাগত উৎসাহের ফল এই দুঃসাহসিকতা। আমাকে “আপনি” বলে লজ্জা দেবেন না। 🙏🙂 আশীর্বাদ করুন।

    Reply
  • প্রদীপ্ত

    আম আর আম আদমির পার্থক্যটা ঠিক কতটা ? তুলনাটা হয়ত অনেকের আম আর আমড়া তুলনা বলে মনে হতে পারে, তবে গল্পটির পরিপ্রেক্ষিতে এর প্রাসঙ্গিকতা আছে । ‘আম’ নিয়ে আমাদের ধ্যান ধারণা যতটা স্পষ্ট ‘আম আদমির ‘ বেলায় কিন্তু সেটা একেবারেই বলা যায় না । ব্যাপারটা অনেকটা যেন “মধ্যবিত্তের” ধারণার মত । এই ভূভারতে কে মধ্যবিত্ত সেই নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে । এই নিয়ে একটি পরিবেদনের শিরনামই ছিল “everyone in India thinks they are middle class and almost no one actually is “. ফলে বুঝতেই পারছেন বিষয়টি বেশ পেঁচালো ও স্পর্শকাতর । গল্পকার আম আদমির নিজস্ব সংগা দিয়েছেন – “আম আদমি হল সমাজের সবচেয়ে নীচে পরজীবী স্তরে বেঁচে থাকা মানুষ” । পাঠকদের যদি আম আদমি সংজ্ঞায়িত করতে বলা হলে তাদের থেকেও ভিন্ন মত পাওয়া যাবে । ফলে আমার মনে হয় এই স্পর্শকাতর বিষয় গুলি এভাবে হয়ত না বলাই ভাল । গল্পের প্রয়োজনে বলতে যদি হয়ই তবে পরোক্ষে । স্টেটমেন্ট এর মাধ্যমে নয় ।

    দ্বিতীয়ত গল্পকার আবার এই এম আদমি দের পরিজীবী বলছেন । পরজীবী বলতে যদি তাদেরকে ধরি যারা ওপরের করা উপার্জনের উপর নিরভর্শীল তাহলে বলতে হয় রাষ্ট্র সব চেয়ে বড় পরজীবী । গল্পের মুখোশ বিক্রেতাদের পরজীবী একেবারেই বলা যায় না । তারা কার উপার্জিত অর্থের উপর নির্ভরশীল ? সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্রে একজন ব্যবসায়ী তার ব্যবসা বাঁচাতে কোরোনা লোন দিয়ে ছিলেন তারপর সেই দিয়ে কিনলেন ল্যাম্বরগিনী । এধরণের মানুষজন ভারতেও যে আছে সন্দেহ নেই । জানিনা লেখক এদেরকে পরজীবী বলবেন কি না । আমি নিশ্চিত এরাও পরজীবী ।

    এই গল্প কোরোনা কালে এক দল পরিযায়ী শ্রমিকদের যারা নিজেদের অজান্তে একটি রাষ্ট্রের চালানো একটি ভ্যাক্সিন পরীক্ষায় সামিল হয়ে পড়বে । তারপর কালক্রমে সেখান থেকে পালাবে । গল্পটির তার কথনের গুনে পাঠকের ভাল লাগবে সন্দেহ নেই । তবে গল্পের মূল ঘটনা প্রবাহটি আরো টান টান হতে পারত । গল্পে সেই সুযোগটা ছিল ।

    Reply
  • Sourav Ghosh

    প্রদীপ্ত বাবু অনেক ধন্যবাদ আপনার গভীর পাঠ প্রতিক্রিয়ার জন্য। এমন পাঠ প্রতিক্রিয়া এবং আলোচনার বড় প্রয়োজন। এবারে ব্যাখ্যাগুলো লেখার চেষ্টা করি।

    প্রথমত, হ্যাঁ আপনি সঠিক। “আম আদমি” আমি নিজেও গল্পে সংজ্ঞায়িত করিনি। এটা শুধুই কুমারানের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি আকাশের নাও হতে পারে। তাই আকাশ এখানে নিশ্চুপ। এই সংজ্ঞা মলয়ের ক্ষেত্রে নাও লাগতে পারে। তাই বলা হয়েছে তার ঘর আধপাকা, আর্থিক দিক থেকে গ্রামের অন্যদের থেকে সামান্য সচ্ছল। আমারই হয়তো কলমের ত্রুটি আপনার ঐটুকু অংশ গল্পে বেশি প্রাধান্য পেলে।

    দ্বিতীয়ত, পরজীবী কিন্তু এই বিশ্বে প্রতিটি মানুষ। যাদের জীবিকা আছে, যারাই নির্ভরশীল। সে আর্থিক দিক থেকে উঁচু হোক বা নিচু। যদি না খুব উঁচু শ্রেণীর কারুর বুদ্ধিভ্রষ্ট হয়ে থাকে। কারণ অর্থ মানুষকে চিরকালের জন্য স্বনির্ভর করতে পারে না। সেও ফুরিয়ে যায় যদি না তাকে অন্য কোথাও খাটানো হয়। এবার আসি আমার লেখায়। সেখানে পরজীবীকে একটা শ্রেণী বিন্যাস ধরা হয়েছে (like pyramid) এবং মুখোশ শিল্পীদের শেষস্তরে ধরা হয়েছে। লেখাও আছে সেটাই। তার মানে ওপরের স্তরে যারা আছেন তারা সংখ্যা গরিষ্ঠ কিন্তু অবশ্যই তারা উপস্থিত। আর শেষ স্তরে এই মানুষরা আছে মানে তারা খুব নিম্নমানের পরজীবী কিন্তু সংখ্যায় বেশি। আপনি অভিজ্ঞ পাঠক, পিরামিডের শেষস্তর বুঝতেই পারছেন। সুতরাং এখানে শুধু আম আদমিও না, পরজীবীরও অর্থের সংশ্লেষ রয়েছে।

    তৃতীয়ত, গল্পে বলা নেই হিউম্যান ট্রায়াল কে করছে রাষ্ট্র নাকি অন্যকেউ। ঐটুকু অবকাশ পাঠককে দিলাম। যে যার মত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে নিতে পারেন।

    ধন্যবাদ আবারও 🙏 এত গভীর পাঠ প্রতিক্রিয়ার জন্য।

    Reply
    • প্রদীপ্ত

      তোমার লেখা খুব এ সুন্দর ও সাবলীল সেটা বলতেই হবে । আর গল্পের সবাই সংজ্ঞাটি নিয়ে একমত নয় । তবে “বিশ্বের প্রতিটি মানুষ পরজীবী” এই কথাটাতে একটু ভেবে দেখো ।

      Reply
  • সুদীপ চ্যাটার্জী

    পড়তে একটু দেরি হয়ে গেল। ফাটাফাটি লেখা। এত ছোট পরিসরে এরকম লেখা খুবই কঠিন। আরো ভাল লেখা পাওয়ার অপেক্ষায় থাকব।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights