Wednesday, January 22, 2025
বিশেষ আকর্ষণ

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য – বাংলা কল্পবিজ্ঞানের এক বিস্মৃত অধ্যয়

3 thoughts on “ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য – বাংলা কল্পবিজ্ঞানের এক বিস্মৃত অধ্যয়

  • অসামান্য প্রবন্ধটির জন্য ধন্যবাদ জানাই নতুন করে। এই মানুষটির লেখাগুলোও আমাদের কাছে ফিরে আসবে আপনাদের সৌজন্যে, এই আশা রাখি।

    Reply
  • Prosenjit Bandyopadhyay

    অভিভূত হয়ে গেলাম তোমার লেখাটা পড়ে। একটা সর্বাঙ্গীন সুন্দর রচনা। অজস্র ধন্যবাদ আর অভিনন্দন নিয়ো। ক্ষিতীন্দ্রনারায়ণ ও আমি একই স্কুলে পড়েছে আর আমাদের বাড়ির আধ কিলোমিটারের মধ্যেই তাঁর বসবাস ছিল জেনে যেমন গর্ব হচ্ছে তেমনই ক্ষণজন্মা মনোরঞ্জনের দাদা এই কৃতিপুরুষের কথা আজকের আগে না জানার জন্য হচ্ছে লজ্জাও। এবার তাঁর লেখা খুঁড়ে বের করতে হবে।

    Reply
  • পরম শ্রদ্ধেয় অধ্যাপক ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক ও শিক্ষক। ছোটবেলা থেকে দেব সাহিত্য কুটির প্রকাশিত পূজাবার্ষিকিতে তার অনেক গল্প পড়েছিলাম। ‘জ্বলন্ত দ্বীপের কাহিনী’, ‘অশ্বত্থামার পা’ আরও কত গল্প। খুবই ভাল লেগেছিল যখন কলেজে ওনাকে কেমিস্ট্রি ক্লাশে শিক্ষক রূপে পেয়েছিলাম। ইনর্গানিক কেমিস্ট্রি পড়াতেন। একদিনের জন্যও ওনার ক্লাশ মিস করি নি।
    খুব ভাল লাগল সন্তু বাগের লেখা পড়ে। ওনার বিজ্ঞান ভিত্তিক গল্পগুলি নিয়ে যদি কল্পবিশ্ব একটি সংকলন প্রকাশ করতে পারে তো ভাল হয়।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights