Thursday, November 21, 2024
বড় গল্প

ওসেনবোরো

2 thoughts on “ওসেনবোরো

  • RANITA SINHA

    2019 সালে THE HINDU কাগজে পড়েছিলাম নাগাল্যান্ডের পাংটি গ্রাম আমুর বাজদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে স্থানীয় মানুষের রক্ষণাবেক্ষণে। অঙ্কিতার “ওসেনবোরো” উপন্যাস যা বিদেশী উপন্যাসের ছায়া অবলম্বনে হলেও নিজস্বতায় অনন্য। গতকাল ই-বুক থেকে পড়েছি গল্পটি।
    বন্যপশু ও পাখির ধ্বংসলীলায় মেতে ওঠা মানুষজন কিভাবে একে একে অন্তিম কালের দিকে এগিয়ে যায় তার একটা রোমহর্ষক বর্ণনা লেখিকা দিয়েছেন। উপভোগ করেছি। সবচেয়ে ভালো লাগলো মাইগ্রেশন, আমুর বাজ প্রভৃতি সম্পর্কে তথ্যনিষ্ঠ লেখা। হরর স্টাইলে লেখা গল্পটি একনিঃশ্বাসে পড়ে ফেলা যায়।

    Reply
  • মোহাম্মদ সাইফূল ইসলাম

    অদ্ভুত সুন্দর একটা গল্প পড়লাম। লেখিকার লেখার স্টাইলের সাথে আগে থেকেই পরিচয় থাকাতে প্রত্যাশার পারদ বেশ উঁচু ছিল। এই গল্পটা সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

    কাল্পনিক একটা মিথকে যেভাবে উপস্থাপন করেছেন, যেভাবে দেশীয় আমেজে গল্পটি তুলে ধরেছেন! এককথায় অসাধারণ। লেখিকার কল্পনাশক্তির প্রশংসা না করে পারছিনা।

    সরলরৈখিক স্টাইলে গল্প এগিয়েছে, এই কারণে কিছুটা প্রেডিকটেবল হয়ে গেছে, তবে সাবলীল উপস্থাপনা, ভাষার ব্যবহার গল্পটিকে অনন্য উচ্চতা নিয়ে গেছে। কখন যে শেষ প্যারায় চলে এসেছি খেয়ালই করতে পারিনি। এমন চুম্বকীয় আকর্ষণ ছিলো সম্পূর্ণ লেখাটি।

    অঙ্কিতাদির কাছে প্রত্যাশা আরও বেড়ে গেল। সামনে এমন দুর্দান্ত লেখা আরও পড়ার ইচ্ছা জানিয়ে রাখলাম।

    Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights