কার্লোস সচওয়ালস্কির সাক্ষাৎকার
লেখক:
শিল্পী:
একটি কল্পবিজ্ঞান অভিযান
সকালবেলা ঘুম ভাঙলো মোবাইলের ডাকে। ফোন তুলতেই রনেন বাবুর উত্তেজিত কণ্ঠস্বর, দীপ টাইমস অফ ইন্ডিয়ার ভিতরের পেজ দেখেছ? স্প্যানিশ কল্পবিজ্ঞান লেখক কার্লোস সচওয়ালস্কি কলকাতায় এসেছেন। দেখো ওনার একটা সাক্ষাতকার নেওয়া যায় কিনা! আমি তো আকাশ থেকে পড়লাম। চিনি না জানি না, কোথায় এসে উঠেছেন তাও জানা নেই, কাগজে লেখা শুধু নিউ মার্কেট এরিয়ায়, মিনমিন করে রনেন বাবুকে বললাম, কি করে ধরব ওনাকে? এম্বাসিতে ফোন লাগাও, সোজা উত্তর।
তা লাগালাম দুপুরে, যথারীতি তারা ভাগিয়ে দিল! কেনই বা আমাদের বলবে বিদেশী ভদ্রলোক কোথায় উঠেছেন! নিজেদের মধ্যে শুরু হল আলোচনা, কেউ বলল থানায় খোজ নাও, কেউ বা বলে টিওয়াই তে ফোন কর। শেষে নেট ঘেটে পেলাম ওনার ফেসবুক, সেখান থেকে ব্লগ আর তারপর ইমেইল! কপাল ঠুকে ছেড়ে দিলাম একটা মেইল। আর ঘন্টা খানেকের মধ্যে এসে গেল আড্ডা মারার সাদর আমন্ত্রণ। আমি আর সন্দীপন কাটিয়ে এলাম ৩ ঘন্টা কার্লোস আর তার স্ত্রীর সাথে কল্পবিজ্ঞানের আড্ডায়। উঠে এল ইউরোপীয় আর লাতিন আমেরিকান কল্পবিজ্ঞান থেকে স্প্যানিশ ও কার্লোসের লেখার কথা। কখন যেন সেই আলোচনা ভেসে গেল সমাজ, ইতিহাস, দার্শনিক আলোচনা থেকে কাফকায়। অবাক হয়ে শুনলাম, তার কল্পবিজ্ঞানে কি করে ঘুরে ফিরে আসে রূপক , দার্শনিকতা, ম্যাজিক রিয়ালিসম। বিদায় নেওয়ার সময় চার জনেই বুঝলাম সূত্রপাত হল এক নতুন বন্ধুত্বের। কল্পবিশ্বের পাতায় থাকবে সেই বন্ধুত্বের দলিল।